ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

শিবলী রুবাইয়াত কারাগারে, বৃহস্পতিবার রিমান্ড শুনানি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৩০ পিএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল মো. জজ জাকির হোসেন তার শুনানি শেষে এই আদেশ দেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৩৭ কোটি ৬২৯ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দুদক তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এদিকে, আরেকটি মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকেও একই আদালতে তোলা হয়। ২৭ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে দুদক মামলাটি দায়ের করে। তারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করে এবং তাকে কারাগারে পাঠানো হয়।