ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আনিসুল-দীপুসহ সাত জন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সাত জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুটি আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার চারটি আলাদা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, কাফরুল থানার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোস্তফা জামাল এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকেয়া জামালকেও গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।