২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে বলে সময় বেঁধে দিয়েছিলেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে, এ ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও উন্মোচন হয়নি এ হত্যার রহস্য।
এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় শতাধিকবার পিছিয়ে আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১১৫ বার প্রতিবেদন দাখিলের জন্য সময় পেয়েছে তদন্ত সংস্থা।
রাজধানীর রাজাবাজারের বাসায় হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের হাতে দেন হাইকোর্ট।
আপনার মতামত লিখুন :