২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে বলে সময় বেঁধে দিয়েছিলেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে, এ ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও উন্মোচন হয়নি এ হত্যার রহস্য।
[19034]
এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় শতাধিকবার পিছিয়ে আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১১৫ বার প্রতিবেদন দাখিলের জন্য সময় পেয়েছে তদন্ত সংস্থা।
রাজধানীর রাজাবাজারের বাসায় হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
[18903]
গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের হাতে দেন হাইকোর্ট।