১০ দিনের রিমান্ডে নাসা গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৩৩ পিএম

১০ দিনের রিমান্ডে নাসা গ্রুপের চেয়ারম্যান

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ঢাকার একটি আদালত পৃথক দুই হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়া পর, পুলিশ ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের জন্য মোট ২০ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে আদালত দুটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া, ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে, আদালত তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় গত ৫ আগস্ট রাজধানীর ধানমণ্ডিতে ছাত্রদের মিছিলে হামলা চালানো হয়, যেখানে আহত হন শিক্ষার্থী শামীম (১৩)। পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন শামীমের মা জাহানারা বেগম।

অপরদিকে, যাত্রাবাড়ী থানার মামলায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবক ইমন হোসেন গাজী। এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট ৮৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!