ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

‘যেই লাউ সেই কদু’, বললেন ইনু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “কি আর বলবো, যেই লাউ সেই কদু।” সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন। পরে তাকে কোন পক্ষে জানতে চাইলে ইনু বলেন, “আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে।”

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে ইনু এবং আরও দুজনকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় ওঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।

পরে সকাল ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে উপস্থিত হন এবং প্রথমে আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। এরপর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় পাশে দাঁড়িয়ে ছিলেন তারা।

কিছু সময় পরে ইনু মেননের কাছে গিয়ে কিছু কথা বলেন, যা শুনে মেনন হেসে ওঠেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ প্রহরায় তাদের আদালত থেকে নিচে নামানো হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ৫ আগস্ট মিরপুর গোলচত্তর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। তার বাবা ৬ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন, যাতে শেখ হাসিনাসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।