ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ডিবির হারুনের সম্পদ নিয়ে আদালতের নির্দেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ১৭ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আদালতের নির্দেশনায় হারুন অর রশিদের নামে থাকা ১০০ বিঘা জমি, ৫টি ভবন ও ২টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে, তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা মোট ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের দায়ের করা আবেদনে উল্লেখ করা হয়েছে, হারুনের নামে ঢাকার উত্তরায় ৭.৪৫ কাঠা জমির ওপর ৩ কোটি টাকার মূল্যের একটি ইমারত রয়েছে। এছাড়া গুলশানে ১০.৩৬ শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে। কুড়িলে সেমিপাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে ১ তলা একটি দালান ও সেমিপাকা টিনের বাড়ি রয়েছে। এসব সম্পত্তি আদালতের আদেশে জব্দ করা হয়েছে।

[13204]

হারুনের নামে উত্তরার ১০ নম্বর সেক্টরে ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট এবং জোয়ার সাহারায় ৬ তলা ভবনের ৬ তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি আশিয়ান সিটিতে তার নামে ৫ কাঠার একটি প্লটও জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নারায়ণগঞ্জে হারুনের নামে থাকা ৯৯.১৮ বিঘা জমিও ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে কেবল কিশোরগঞ্জেই তার নামে রয়েছে ৯১.৩২ বিঘা জমি।