জুলাই আন্দোলনে হত্যা

সাবেক সেনা কর্মকর্তাসহ ১০ জনকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:০৭ এএম

সাবেক সেনা কর্মকর্তাসহ ১০ জনকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে

ফাইল ছবি

জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মালায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক এক সেনা কর্মকর্তা ও পুলিশের সাবেক ৯ কর্মকর্তাসহ মোট ১০ জনকে। এ সময় ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে চলা তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটররা জানান, বৃহস্পতিবার সকাল দশটার দিকে বিভিন্ন কারাগার থেকে এই আসামিদের ট্রাইব্যুনালে আনা হবে।

আসামিরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসি‍‍`র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা,  বরখাস্ত এডিসি  আবদুল্লাহিল কাফী,  সাভার সার্কেলের সাবেক এএসপি  শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল হক, ডিবির সাবেক ওসি আরাফাত হোসেন এবং র‍্যাবের  দুই সাবেক কর্মকর্তা  সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী এবং সাবেক এডিসি আলেপ উদ্দিন।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা নির্যাতনসহ নানা অপরাধ করেছেন এবং অধিনস্তদের তা করতে বাধ্য করেছেন।

প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে প্রসিকিউশন।

আরবি/এসআর

Link copied!