আজও রিভিউ শুনানি হয়নি এটিএম আজহারের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:২৪ পিএম

আজও রিভিউ শুনানি হয়নি এটিএম আজহারের

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আজকেও হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি লিখেছেন, ‘মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম ভাইয়ের রিভিউ পিটিশনটি শুনানির জন্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে আজ ২০/২/২০২৫ তারিখ বৃহস্পতিবার আইনজীবীগণ আপিল বিভাগে সকাল থেকেই অপেক্ষা করেন। মামলাটি ৯ নং তালিকায় ছিল। ৫নং আইটেম পর্যন্ত শুনানি করতেই আদালতের সময় শেষ হয়ে যায়। আজহার ভাইয়ের মামলাটি সময়ের অভাবে আজও শুনানি হলো না। সকাল ৯টা থেকে সোয়া ১টা পর্যন্ত আদালতে শুনানির জন্য বসে থেকে বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বের হয়ে আসলাম আপিল বিভাগ থেকে। করুনাময় আল্লাহ আমাদের সহায় হোন।’

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

২০১৯ সালের ২৩ অক্টোবর  মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম।

আরবি/এসআর

Link copied!