বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী ২ মার্চ নির্ধারিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি শুনানির জন্যে এই দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আর গত বছর ২৭ নভেম্বর, হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়াসহ আরও তিনজনকে এই মামলায় খালাস প্রদান করেছিলেন। এই তিনজনের মধ্যে হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম এবং মনিরুল ইসলাম খান ছিলেন।
আপনার মতামত লিখুন :