ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে বিভিন্ন হত্যা ও অপরাধ মামলায় রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত। এই আটজনের মধ্যে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এডিসি শাহেন শাহ, যুব মহিলা লীগের নেত্রী শামীমা আক্তার, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজু, আব্দুস সামাদ সিন্ধু এবং মো. হাবিবুর রহমান রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মোট ৪টি মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আতিকুল ইসলামকে ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং নজরুল ইসলাম মজুমদারকে মিরপুর থানার আসিফ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সাবেক এডিসি শাহেন শাহের বিরুদ্ধে পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে ভাটারা থানার হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এছাড়া সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুকে খিলগাঁও থানার এক হত্যা মামলায়, সাদেক খানকে মোহাম্মদপুর থানার এক মামলায়, আদাবর থানার এক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রামপুরা থানার এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে, উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে, বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে বাড্ডা থানার মামলায়, একই থানার আরেক মামলায় সাবেক ডিসি মশিউর রহমানকে এবং যুব মহিলা লীগ নেত্রী তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :