জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আজ, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
এর আগে, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আশফাকুল কামালের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন শুনানির জন্য ধার্য করেন। আদালতে রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত শুনানির আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
২০১২ সালে গ্রেপ্তার হওয়ার সময় এটিএম আজহার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর ২০১৫ সালে ১১৩টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে আবেদন করেন তিনি। তবে ২০১৯ সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে।
মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে ১২৫৬ জনকে গণহত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর আহত করার পাশাপাশি শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে একমাত্র গণহত্যার অভিযোগ বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এদিকে, ১৩ বছর কারাবন্দী থাকা আজহারের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে জোর আন্দোলন শুরু করেছে।