১২ দিনের রিমান্ডে পলক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:২৭ পিএম

১২ দিনের রিমান্ডে পলক

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, পলককে পুলিশ নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা সংক্রান্ত তিনটি হত্যা ও বিস্ফোরক মামলায় আদালতে হাজির করে। এরপর আদালত তার ৪ দিন করে তিনটি মামলায় মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, হত্যা ও বিস্ফোরক মামলাগুলোর ব্যাপারে পলককে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!