বাবা কোর্টের তৃতীয় শ্রেণির কর্মচারী, মেয়ে সহকারী জজ পরীক্ষায় অষ্টম

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৭:২৪ পিএম

বাবা কোর্টের তৃতীয় শ্রেণির কর্মচারী, মেয়ে সহকারী জজ পরীক্ষায় অষ্টম

ফাইল ছবি

বৈশাখী রানী, ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত সহকারী জজ। তার বাবা বাগেরহাট জেলা জজ কোর্টের তৃতীয় শ্রেণির কর্মচারী (সাঁটলিপিকার)। বাবার অনুপ্রেরণায় আজ তিনি মেধাতালিকায় অষ্টম স্থান অধিকারী।

সহকারী জজ হওয়ার অভিজ্ঞতা জানিয়ে জানান, ‘আমার বাবা বাগেরহাট জেলা জজ কোর্টের জেলা জজের সাঁটলিপিকার। বাবা যেহেতু জজ কোর্টের কর্মচারী ছিলেন, জজদের প্রতি বাবার অন্যরকম সম্মান, শ্রদ্ধা, অনুভূতি কাজ করতো। বাবা সবসময় চাইতেন তার সন্তান হিসেবে আমি যেন জজ হই। এজন্য বাবা আমাকে ছোটবেলা থেকে অফিসে নিয়ে যেতেন।

আমি এজলাসে জজের চেয়ারে উঠতে চাইতাম। কিন্তু বাবা আমাকে কোনো দিন এই চেয়ারে বসতে দেননি। বাবার এক কথা, যেদিন এই চেয়ারের যোগ্য হবে, সেদিন এই চেয়ারে বসবে। বাবার ইচ্ছা, অনুভূতিকে সম্মান জানিয়ে ছোট বেলাতেই লক্ষ্য স্থির করি জজ হব।’

বৈশাখীর ভাষ্য, ‘ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩১৪তম স্থান অর্জন করি। কিন্তু আমাকে ঢাবি ছাড়তে হয় কারণ সেখানে ‍‍`আইন‍‍` পাইনি। শুধু আইন পড়বো বলে ঢাবি ছেড়ে জবিতে ভর্তি হই।  অ্যাকাডেমিক লাইফে এলএলবি এবং এলএলএম উভয় পরীক্ষাতেই ২য় ছিলাম।’

আরবি/এস

Link copied!