সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে সিআইডির মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০২:১৪ পিএম

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে সিআইডির মামলা

ছবি: সংগৃহীত

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। এই মামলা করেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এর আগে, সোমবার (৩ মার্চ) সিআইডি ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।

সিআইডি জানিয়েছে, সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে। এছাড়া, ভূটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে তা বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং মামলার জন্য প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!