ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

‘মানবতাবিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠিন উল্লেখ করে এ বিষয়ে কাউকে বাড়তি চাপ না দিতে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (৫ মার্চ) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক— উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ। রাইট টু ফ্রিডম নামক মার্কিন থিংকট্যাঙ্কের পক্ষ থেকে তারা এ পরিদর্শন করেন।

চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি কঠিন প্রক্রিয়া, তাই কেউ বাড়তি চাপ দেবেন না।”

এছাড়া, সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন, যেখানে তারা বিচারের বর্তমান অবস্থা ও অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।

তারা আরও বলেন, “জুলাই গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম বা খুনের শিকার হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে যেন কেউ বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে, সে ব্যাপারে তারা তথ্য এবং পরামর্শমূলক সহযোগিতা প্রদান করতে চান।”