স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:৩৪ পিএম

স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

হাইকোর্ট ভবন ও ইনসেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শিশির মনির।

এ সময় হাইকোর্ট বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে। অথচ এই সুপ্রিম কোর্টকে হেয় করা হয় সবসময়। এটা কি ধরনের আচরণ।

হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি।

এরআগে, আদালতে গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির।  

শুনানিকালে আদালত বলেন, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। অথচ রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে।  

আরবি/এসএমএ

Link copied!