ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

সেই আসিফকে ফুলের মালায় বরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রী হেনস্থার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ জামিন পেয়েছেন। জামিন পেলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

বৃহস্পতিবার (৬মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। হেনস্থার ঘটনায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। তবে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ।

পরে উভয় পক্ষের শুনানি নিয়ে জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব।

পরে জামিনের পর আদালত থেকে বেরিয়ে এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ‘তৌহিদী জনতা’ পরিচয় দেওয়া এক দল ব্যাক্তি।

এসময় দেখা যায়, অভিযুক্ত মোস্তফা আসিফের গলা ভর্তি ফুলে মালা। তার মাথায় পড়িয়ে দেওয়া হয় সাদা পাগড়ি। আর হাতে দেওয়া হয় পবিত্র কোরআন শরীফ।

 

প্রসঙ্গত, গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের ছবি যুক্ত করে শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে হেনস্তার ব্যাপারে পোস্ট করেন ভুক্তভোগী ছাত্রী নিজেই।

পরে তার সহপাঠীরা অভিযুক্ত মোস্তফা আসিফকে খুঁজে বের করে প্রক্টর অফিসে নিয়ে যান এবং অভিযোগ দায়ের করেন। এরপর ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে প্রক্টর অফিস থেকে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তকে থানায় গ্রেপ্তারের পাশাপাশি চাকরিচ্যুত করা হয়েছে গুজব ছড়িয়ে তার পক্ষে অবস্থান নেয় একটি গোষ্ঠী।

ফেসবুকে আহ্বান জানিয়ে রাত সাড়ে দশটার দিকে তারা শাহবাগ থানায় গিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে ‘মব’ তৈরির চেষ্টা করেন।

তাছাড়া ভুক্তভোগী মেয়ের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যও জোরাজুরি করতে থাকেন তারা।

এমনকি ভুক্তভোগী ছাত্রীর মামলার নথি থেকে তার পরিচয় বের করে তাকে মেসেঞ্জারে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সেগুলো ফেসবুকে উন্মুক্ত করে দেন।

এভাবেই চলে রাতভর।