সিকদার পরিবারের ৪২টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:২১ পিএম

সিকদার পরিবারের ৪২টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আদালতে এ বিষয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, জনগণের আমানত লুটপাট, ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূত ঋণ প্রদান ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, সিকদার পরিবারের সদস্যরা ন্যাশনাল ব্যাংকের আমানত ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূত ঋণ দিয়েছেন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।

গত ২৯ আগস্ট অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের ৫০৬তম বোর্ড সভায় সিকদার পরিবার ও সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংকের শেয়ার হস্তান্তর বন্ধের সুপারিশ করা হয়।

তথ্য অনুযায়ী, সিকদার পরিবারের বেশিরভাগ সদস্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে তারা তাদের স্বার্থসংশ্লিষ্ট শেয়ার বিক্রি বা স্থানান্তরের চেষ্টা চালাচ্ছেন।

দুদক বলেছে, বিও অ্যাকাউন্টের মাধ্যমে এই শেয়ার বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এসব বিও অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করা জরুরি হয়ে পড়েছে।

ন্যাশনাল ব্যাংকের আইনি বিভাগ (লিগ্যাল ডিভিশন) থেকে ব্যাংক ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে সিকদার পরিবারের ৪২টি বিও অ্যাকাউন্টের শেয়ার হস্তান্তর বা লেনদেন সম্ভব হবে না।

আরবি/একে

Link copied!