রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়।
রিটকারীর পক্ষে ব্যারিস্টার ওমর ফারুক সাংবাদিকদের জানান,
‘স্বাধীনতার পর প্রণীত ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযোজন করা হয়। তাই রিটে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ পাঠ করানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। কার্যতালিকাভুক্ত হলে চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।
রিট আবেদনে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।