ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে কেন পাসপোর্ট দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত।
একই সঙ্গে তার আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির করতে নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান।
নিয়ম অনুসারেই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন মাইকেল চাকমা। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
‘আদালত আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাইকেল চাকমাকে পাসপোর্ট ইস্যুর আবেদন বিবেচনা করতে বলেছেন । একইসঙ্গে রুল জারি করেছেন’, বলেন আইনজীবী আবদুল্লাহ।
মাইকেল চাকমা দীর্ঘদিন ‘আয়নাঘরে’ বন্দি ছিলেন। তিনি এমন অভিযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
২০১৯ সালের এপ্রিলে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। পরে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ দেন মাইকেল চাকমা।