৪ দিনের রিমান্ডে শাজাহান খান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১২:৪৮ পিএম

৪ দিনের রিমান্ডে শাজাহান খান

ছবি: সংগৃহীত

ঢাকার বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের নেতৃত্বাধীন আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান (বাদশা) রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানার উত্তর বাড্ডা বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিতে আহত হন রফিকুল ইসলাম। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ২৭ সেপ্টেম্বর রফিকুলের মামা লুৎফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরবি/এফআই

Link copied!