আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রিমান্ডের আদেশ দেয়।
জুলাই আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই দেয়।
এরআগে গতকাল রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে ওই মামলাটি দায়ের হয়।
মামলার এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।
মামলার অভিযোগ বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল জব্বার।