ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্ব

আইরিশদের মোকাবিলা করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১১:২০ এএম
বাংলাদেশ নারী দল, ছবি- সংগৃহীত

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে  আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

রোববার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।

নিজেদের প্রথম মাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তাই আইরিশদের বিপক্ষে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে, বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের কাছে ৩৮ রানে হেরেছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের দেখা পেয়েছে আইরিশরা, উইন্ডিজদের কাছে ৬ রানে পরাজিত হয়েছে। তাই তো জয়ের স্বাদ পেতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড।

অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখাতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের এই পর্বে স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ দল।