মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আগামী ৬ মে এ বিষয়ে শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আদালতের আদেশে বলা হয়েছে, ওইদিন আজহারের আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
আদালতে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।