ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পাওয়া গেল পলকের হারানো সোয়েটার 

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১২:৩৪ পিএম
সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবি: সংগৃহীত

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হারিয়ে যাওয়া সোয়েটার অবশেষে পাওয়া গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের স্টোররুম থেকে উদ্ধার করা হয়েছে দুটি সোয়েটার। 

সোমবার (২১ এপ্রিল) আদালতে সোয়েটার হারানোর অভিযোগ তোলার পর বিষয়টি খতিয়ে দেখে কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
 
পলক দাবি করেছিলেন, দুটি সোয়েটার খুঁজে পাচ্ছেন না। বিষয়টি তার আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে জানানোর পর তা নিয়ে আলোচনার ঝড় ওঠে।

কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানান, পলকের সোয়েটারসহ শীতের কাপড় আসলে কারাগারের স্টোররুমেই জমা ছিল। কিছুদিন আগে পলকের স্ত্রী দেখা করতে গেলে, তিনি কাপড়গুলো তার স্ত্রীকে দেওয়ার জন্য কারারক্ষীর হাতে দেন। তবে অসাবধানতাবশত ব্যাগটি আর পৌঁছায়নি। পরে তা মালিকানাবিহীন মনে করে স্টোররুমে রাখা হয়।

আদালতে সোয়েটার হারানোর অভিযোগ আসার পর তত্ত্বাবধায়ক মন্তব্য করেছিলেন, ‘আলোচনায় থাকতে পলক উদ্ভট দাবি করে থাকেন’। তবে পরে অনুসন্ধান করে তিনি নিজেই সোয়েটার খুঁজে পান।

পলকের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল কারাগারে ডিভিশনের সুবিধা পাচ্ছেন না। কিন্তু কারা কর্তৃপক্ষ বলছে, পলক প্রথম শ্রেণির কারাবন্দি হিসেবে জেল কোড অনুযায়ী সব সুবিধাই পাচ্ছেন। তিনি চতুর্থ তলায় অবস্থান করছেন এবং অন্য যেকোনো প্রথম শ্রেণির বন্দির মতোই সুযোগ-সুবিধা ভোগ করছেন।

গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলায় এখন পর্যন্ত ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর পাশাপাশি সোমবার বিভিন্ন হত্যা মামলায় আরও কয়েকজন হাই-প্রোফাইল রাজনৈতিক নেতার সঙ্গে তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার এবং আইনজীবী তুরিন আফরোজ।