বহুল আলোচিত মাগুরার সেই শিশু আছিয়া হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেন।
ঘটনার ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল শিশুটির পরিবার ও সাধারণ মানুষ। মামলার বিচার শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আলোচিত সেই আট বছরের শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৩ এপ্রিল মাগুরার চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামিসহ অপর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ১৩ এপ্রিল রোববার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযোগপত্রে শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে ভয়ভীতি প্রদর্শন (দণ্ডবিধির ৫০৬ ধারা) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টের (দণ্ডবিধির ২০১ ধারা) অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে ধর্ষণের ঘটনাটি সকালে ঘটেছে বলে উল্লেখ করা হয়।
আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহত শিশুটির পরিবার।