ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিলে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১১:০১ এএম

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিলে হাইকোর্টে রিট

ফাইল ছবি

প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়া ২৪ জন পরিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এ বিষয়ে রিটটি হাইকোর্টের একটি বেঞ্চে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শাহ নাভিলা কাশফি।

প্রশ্নফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিটটি করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

আরবি/জেআই

Link copied!