পিকে হালদারে সঙ্গে অর্থ পাচারে জড়িত থাকায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার সিদ্দিকুর রহমান তার স্ত্রী সাবেক চেয়ারম্যান মাহফুজা রহমান বেবিসহ আরও তিন জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এই নির্দেশ দেন বলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তথ্য প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আদালত আরো তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন।
তার হলেন- ক্রস রোড করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক অমল কৃষ্ণ দাস, মশিউর রহমান ও সাব্বির আহমেদ। মোট সাত ব্যক্তির নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আপনার মতামত লিখুন :