ঢাকা: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়েছে দাবি করে এ মামলায় তার খালাস চেয়েছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। এ বিষয়ে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের ওপর আসামিপক্ষের শুনানি নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে গত ৬ নভেম্বর এ মামলার শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
আপনার মতামত লিখুন :