ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বেনজীরের বিরুদ্ধে আরেক হত্যাচেষ্টা মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৩:৫৭ পিএম

বেনজীরের বিরুদ্ধে আরেক হত্যাচেষ্টা মামলা

বেনজীর আহমেদ || ছবি: সংগৃহীত

১১ বছর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গোলম মোহাম্মদ রাব্বানী ওরফে নয়ন বাঙালির ওপর হামলার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতের ভুক্তভোগীর মা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেসা হক বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

এ মামলার অপর আসামিরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভোলা-৩ আসনের সাবেক এমপি সূর নবী শাওন, ঢাকা-৬ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লাহ, কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মুজিবুল হক, সাবেক ডিবি প্রধান কৃষ্ণপদ রায়, সৈয়দ বজলুল করিম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, শাহবাগ থানার সাবেক ওসি নাসির ও মুজিবল হকের সহকারী আলমগীর কবির মজুমদার। এ ছাড়া আরো অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালে ২২ নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে বিএনপির দলীয় কর্মসূচি শেষে নয়ন বাঙালির নেতৃত্বে একটি মিছিল প্রেস ক্লাব থেকে শাহবাগের দিকে অগ্রসর হলে মৎস্য ভবনের মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে তৎকালীন শাহবাগ থানার ওসি নাসির ও যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্ব পুলিশবাহিনী ভুক্তভোগী নয়ন বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। সকল গণমাধ্যমে একযোগে প্রকাশিত হয়েছে। বর্তমানে নয়ন বাঙালি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন।

আরবি/এফআই

Link copied!