ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনতে আবেদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৩:০১ পিএম

চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনতে আবেদন

ছবি: সংগৃহীত

সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন।

গত ৩ ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছিল। ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার হলে পরদিন তাকে কারাগারে প্রেরণ করে আদালত।

আরবি/এফআই

Link copied!