ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

টানা ২৪ দিনের রিমান্ডে পলক

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:৪৬ পিএম

টানা ২৪ দিনের রিমান্ডে পলক

ফাইল ছবি

পৃথক পৃথক মামলায় টানা ২৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এছাড়া আবারও রিমান্ডে পাঠানো হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাদেরকেও।

মঙ্গলবার (০৮ অক্টোবর) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলককে।

সূত্রে আরও জানা যায় যে, একই থানার আলাদা আলাদা হত্যা মামলায় তাকে আরও ৭ দিন ও ৫ দিন রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় পলককে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।

মামলাগুলো হলো-

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পলক ও দীপু মনির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় দীপু মনি, পলক, রাশেদ খান, হাসানুল হক ইনুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।অন্যদিকে মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পলক ও সালমান এফ রহমানের সাতদিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানা এলাকায় মাজেদুল হত্যা চেষ্টা মামলায় পলকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরবি/জেআই

Link copied!