ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:৩২ পিএম

চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ

ছবি, সংগৃহীত

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ঢাকা থেকে আসা এক আইনজীবীর তিনটি আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের এক আদালত। তিন আবেদনের মধ্যে একটি ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনার বিষয়ে।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম শুনানি শেষে ওই আইনজীবীর তিন আবেদন খারিজ করে দেন।

রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আসার খবরে চট্টগ্রাম আদালত চত্বরে বুধবার সকাল থেকে নিরাপত্তা বাড়ানো হয়। আদালত প্রাঙ্গণ ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Link copied!