ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি নায়েব আলী

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০২:৩৫ পিএম

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি নায়েব আলী

ছবি: সংগৃহীত

ঢাকা: ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় পৃথক ভাবে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দ্দার আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাই মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ার্দ্দার।

রূপালী বাংলাদেশ

Link copied!