ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৫:১৬ পিএম

সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে  কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি এড. সোহরাব উদ্দিন‍‍`কে ঢাকার দিয়াবাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট ৪ মামলা রয়েছে। যার ০২ টিতে তিনি ১ নং ও ০২ টিতে ৩ নং আসামি।

গ্রেপ্তারকৃত‍‍`কে ডিএমপি‍‍`র ডিবি কার্যালয় এ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চার মামলা রয়েছে, যার দুটিতে তিনি এক নম্বর ও দুটিতে তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

 

আরবি/এস

Link copied!