ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পুনর্বিবেচনার আবেদন জামায়াতের

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০১:৫৬ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পুনর্বিবেচনার আবেদন জামায়াতের

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামি রিভিউ আবেদন দায়ের করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বুধবার (২৩ অক্টোবর) রিভিউ আবেদন দায়ের করেছেন দলটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আপিল বিভাগে এটির শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গত আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার পৃথক রিভিউ আবেদন দায়ের করেছেন।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে পরবর্তী ১০ম ও ১১তম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত। রায়ে বলা হয় এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে সংসদে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আরবি/এফআই

Link copied!