ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ছিনতাইকারীর কবলে কাস্টমসের যুগ্ম-কমিশনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:০১ পিএম

ছিনতাইকারীর কবলে কাস্টমসের যুগ্ম-কমিশনার

রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম থেকে ঢাকায় আসবাবপত্র নিয়ে আসা কাস্টমস এর যুগ্ম কমিশনার সাহেদ আহম্মেদ সবজিব ও তার বন্ধু মো. শফিকুর রহমান ছিনতাইকারীদের কবলে পড়েন শনির আখড়া ফ্লাইওভারের মুখে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ছিনতাইকারীর কাস্টমস কর্মকর্তা সজিবের বন্ধু মো. শফিককে  ছুরিকাঘাত করে টাকাসহ সঙ্গে থাকা টাকা ও  মালামাল নিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায়  আহত মো. শফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

কাস্টমস কর্মকর্তা  সাহেদ আহম্মেদ সজিব জানান, তিনি চট্টগ্রাম কাস্টমসে চাকুরী করতেন ।  সম্প্রতি (১৮ নভেম্বর) যুগ্ম কমিশনার পদোন্নতী হয়ে রংপুরে তার বদলী হয় গত । সেই কারণে তিনি ও তার বন্ধ শফিক চট্টগ্রাম থেকে ট্রাকে করে আসবাবপত্র নিয়ে ঢাকা হয়ে রংপুরে যাওয়ার জন্য রওনা হন।  শুক্রবার রাত ১ ১টার দিকে  শনির আখরা ফ্লাইওভারের মুখে  ট্রাফিক জ্যামের কারণে তার আসবাবপত্র( মালামাল) বহনকারী ট্রাক আটকে পড়ে।   সামনে পেছনে অনেক গাড়ি ও ট্রাক ছিলো। জ্যামের মধ্যে   কোন কিছু বুঝে উঠার আগেই কয়েকজন ছিনতাইকারী ট্রাকের গ্লাস ভেঙ্গে তার বন্ধু সফিককে  ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। মুহুর্তের মধ্যে সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে যায়। ওই সময় ট্রাকের হেলপাার বাধা দেওয়ার চেষ্টা করলে আশেপাশে থাকা ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা হেলপারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পেছনে থাকা কয়েকজন বাইকার ধাওয়া দিলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

তিনি আক্ষেপ করে বলেন, আশেপাশে থাকা আইন প্রয়োগকারীর সদস্যরা ছিলো। ছিনতাইকারীদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য সহযোগিতা চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি। পরে গুরুত্বর অবস্থায় তিনি তার বন্ধু শফিককে  ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি ছিনতাইকারীদের হাতে জখম হওয়া আরো অনেককে চিকিৎসা নিতে দেখেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় তিনি চরম আতঙ্কে পড়েছেন। একটি দেশে প্রকাশ্যে এভাবে ছিনতাইকারীদের হাতে মানুষ আক্রান্ত হচ্ছে, কোন কোন ক্ষেত্রে খুন হচ্ছেন  এটি অস্বাভাবিক ঘটনা।

আরবি/এস

Link copied!