ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ কারাগারে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:৩৮ পিএম

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ কারাগারে

ছবি, সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর আইসিসিডিডিআরবি’র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি হলেন-রাশেদ খান।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বনানী থানার সাব-ইন্সপেক্টর এমদাদুল হক। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরবি/এস

Link copied!