গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রতিটি অঙ্গনে সংস্কার শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর আওয়ামী লীগ সরকারের দোসর অ্যাখ্যায়িত করে দলবাজ ও দুর্নীতিবাজসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ বিচারপতিকে অপসারণের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ।
এরপর সেই ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। আর সেই তদন্ত ইতোমধ্যেই শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রোববার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইতোমধ্যেই রাষ্ট্রপতির কাছে তদন্ত শেষ হওয়া এসব বিচারপতিদের তথ্যাবলি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ পাঠানো হয়েছে। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।
যে ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত হয়েছে তারা হলেন– বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মাসুদ হোসেন দোলন, বিচারপতি আমিরুল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি আতিউর রহমান খান, বিচারপতি আশিশ রঞ্জন ও বিচারপতি শেখ হাসান আরিফ।
আপনার মতামত লিখুন :