ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

২৫ বছরে ১২১৬৩০ কারাবন্দিকে লিগ্যাল এইড’র আইনি সহায়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৪৮ পিএম

২৫ বছরে ১২১৬৩০ কারাবন্দিকে লিগ্যাল এইড’র আইনি সহায়তা

ফাইল ছবি

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে কারাগারে ১ লাখ ২১ হাজার ৬৩০ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেনে বলা হয়েছে, সরকারি খরচে অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪২ হাজার ৯৬টি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। অসচ্ছল বিচার প্রার্থীদের ২১৭ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৮৫৮ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে লিগ্যাল এইড।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংস্থার অধীনে সরকারি খরচে লিগ্যাল এইডে মোট ১১ লাখ ১০ হাজার ৩৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে ৪ লাখ ৩ হাজার ২০১ মামলায়। আইনি সহায়তার মাধ্যমে ২ লাখ ৩ হাজার ৩২টি মামলা নিস্পত্তি হয়েছে।

সেবা গ্রহণকারীদের মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৮ লাখ ৭৪ হাজার ৬৬১ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৮ হাজার ৮৫৩ জন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল এইড-এ বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৮টি। বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬১২টি মামলায়। উপকার ভোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১২ জন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগনকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হয়।

ইতোমধ্যে নিন্ম আদালতে ফৌজদারি মামলায় আসামির পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডকে আইনজীবী দিয়ে সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

রূপালী বাংলাদেশ

Link copied!