ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে ১৬ কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০২:৪৮ পিএম

এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে ১৬ কোটি টাকার সম্পদ

ছবি: সংগৃহীত

ঢাকা: বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এবং এর কর্ণধার সাইফুল আলম মাসুদ। চট্টগ্রামে তার বাসার গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) ও জমিসহ প্রায় ১৬ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে আয়কর বিভাগ।

অথচ মর্জিনার কোনো ট্যাক্স ফাইলই পাননি কর্মকর্তারা। ফলে আয়কর বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, নামে-বেনামে অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানেও এস আলমের এ ধরনের সম্পদের তথ্য পাওয়া যেতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার দুপুরে বলেন, মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে তিন কোটি টাকার এফডিআরের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার নামে ৫ কোটি টাকার দলিল মূল্যের জমির সন্ধান পাওয়া গেছে। ওই জমির বর্তমান দাম ১২ কোটি টাকার উপরে হতে পারে।

আরবি/এস

Link copied!