সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আসাদুজ্জামান খান কামারের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন। বিষয়টি নিয়ে আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী সালাউদ্দিন ইস্কান্দার কিং। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গত ১৫ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা হয়। তাদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার প্রেক্ষিতে গত ৪ নভেম্বর আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। ব্যাংক হিসাবগুলোতে মোট ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা আছে।
আসাদুজ্জামান খান কামাল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের ১৪ জুলাই থেকে গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতনের আগ পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে সারাদেশে অসংখ্য হত্যা মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :