বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেত্রী নিশি
এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে। এরপর তাদের দুইজনকে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় তাদের ৭ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ওমর ফারুক। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন চান। রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :