ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
প্রধান বিচারপতি

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০১:৫১ এএম

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের বিচারকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ‍সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলন ঘিরে অসহযোগ কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আরবি/জেডআর

Link copied!