তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের প্রস্তুত নেওয়া হয়েছে। এজন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালত থেকে অনুমতি নেয়া হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে রিভিউকারীদের পক্ষের আইনজীবী ড. শরীফ ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রায় ৮শ পৃষ্ঠার রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। চেম্বার জজ আদালত থেকে অনুমতি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) রিভিউ ফাইল করা হবে।
আপনার মতামত লিখুন :