ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ বঙ্গভবনে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৮:৫৯ পিএম

তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ বঙ্গভবনে

ফাইল ছবি

অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকা তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, একেএম জহুরুল হক ও কাজী রেজাউল হকের বিরুদ্ধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে অভিযোগ পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

রাষ্ট্রপতি অনুমোদন দিলে এই তিন বিচারপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে কাউন্সিল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিমকোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র আরও জানায়, ষোড়শ সংশোধনীর রায়ের পর এরই মধ্যে দুই দফায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া আরও ১২ বিচারপতির বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে কোনো কিছু পেলেই তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।

প্রসঙ্গত, সংবিধানের ষোড়শ সংশোধনীর কারণে বিচারপতিদের দুর্নীতি নিষ্পত্তিতে এতদিন ধীর গতি ছিল।

আরবি/ এইচএম

Link copied!