দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করেছে, যেগুলোর অভিযোগে বলা হয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে পূর্বাচলে প্লট গ্রহণ করেছেন। এই মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তিনি রাজউক থেকে ৬০ কাঠা প্লট প্রভাব খাটিয়ে নিয়েছেন, যেখানে তার পরিবারের ৬ সদস্যের জন্য প্লট বরাদ্দ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে দুদক পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
মামলাগুলোর মধ্যে- শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক এবং রাজউকের কিছু কর্মকর্তাকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার মা, ভাই ও বোনকে রাজউক থেকে প্লট দেয়ার জন্য খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন।
আপনার মতামত লিখুন :