বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) নগরের ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশালে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কোহিনুর বেগম চারটি মামলার আসামি। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কোহিনুর বেগম ২০০৮ সাল থেকে সংরক্ষিত ৩ নম্বর (সাধারণ ৭, ৮ ও ৯) ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন।
আপনার মতামত লিখুন :