ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

৩৯ আদালতে বিচারকের নতুন পদ সৃষ্টির অনুমতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ১২:২৫ এএম

৩৯ আদালতে বিচারকের নতুন পদ সৃষ্টির অনুমতি

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে ৩৯টি জেলা ও মহানগর আদালতে বিচারকের নতুন পদ সৃষ্টির অনুমতি পেয়েছে আইন ও বিচার বিভাগ। বুধবার (১৬ অক্টোবর) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমের সই করা এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয়।

এর মাধ্যমে ২৯ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ১০ টি অতিরিক্ত মহানগর দায়রা জজ পদ সৃষ্টির অনুমতি পেল আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ-২, গাজীপুর-২, নরসিংদী-১, ফেনী-১, কিশোরগঞ্জ-১, নেত্রকোনা-১, জামালপুর-১, রাজবাড়ী-১, গোপালগঞ্জ-১, কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-১, ভোলা-১, খাগড়াছড়ি-১, মৌলভীবাজার-১, রাজশাহী-১, নাটোর-১, বগুড়া-২, জয়পুরহাট-১, সাতক্ষীরা-১, যশোর-১, রংপুর-১, মেহেরপুর-১, দিনাজপুর-১, কুড়িগ্রাম-১, লালমনিরহাট-১ সহ মোট ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ঢাকা-৪, চট্রগ্রাম-৪ ও খুলনা-২টি সহ মোট ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থায়ী জজ পদ সৃষ্টি করা যাবে।

এর আগে ২০২১ সালের ১০ জানুয়ারি সারাদেশে ৯১টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২১টি অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং এর সহায়ক কর্মচারী পদ সৃষ্টি করার অনুমতি চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছিল আইন ও বিচার বিভাগ।

রূপালী বাংলাদেশ

Link copied!